রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। তারা অ্যাম্বুলেন্সের আরোহী। আহত হয়েছেন আরও সাতজন।রোববার (১১ই সেপ্টেম্বর) সকালে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলন্সে চালক নীলফামারীর আলামিন, যাত্রী রফিকুল ইসলাম ও ৭ দিনের এক নবজাতক।
জানা গেছে, ভোরে অসুস্থ নবজাতককে নিয়ে অ্যাম্বুলন্সে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল জাহানুর ইসলাম ও তার পরিবার। রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের সলেয়াশা বাজার এলাকায় পৌঁছালে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় অ্যাম্বুলন্সের। এতে অ্যাম্বুলন্সে থাকা একই পরিবারের ৭ জন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসের চালক পলাতক রয়েছে।