শ্রীনগর উপজেলা প্রতিনিধি-
শ্রীনগর উপজেলার সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সমসপুর গ্রামের ৩০ জন অদক্ষ যুব নারীর জন্য সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মারিয়াম আক্তার, শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল বাকী’র সভাপতিত্বে ও ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সরকার, সমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার, আয়োজক এবং ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উপদেষ্টা মোঃ আজিম খান, উপদেষ্টা ডা. মাসুম খাঁন ডালু, সাধারণ সম্পাদক মোঃ আদিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান শাহাবুদ্দিন। প্রশিক্ষক হিসেবে ৭ দিনের কোর্স পরিচালনা করবেন সানজিদা আক্তার। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী জন্য যাতায়াত ভাতা ও সার্টিফিকেট প্রদান হবে। প্রশিক্ষণ সার্টিফিকেট জমা রেখে ৪০ হাজার টাকা বিনা লাভে ২ বছরের প্রদান করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসারগন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উচ্চমান সহকারী মোঃ দেলোয়ার হোসেন, নওশিন আহমেদ বিটু, স্বপন খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।