বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা, তা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। মাহমুদুল্লাহ’র অভিজ্ঞতা যেমন দলের জন্য গুরুত্বপূর্ণ; তেমনি নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিও বিবেচনায় আছে টিম ম্যানেজমেন্টের; জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে তিনি নিশ্চিত করেছেন দলের টপ অর্ডারে আসছে না কোন পরিবর্তন।
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দিনই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এরপর লম্বা বিশ্রাম শেষ সোমবার থেকে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টাইগারদের। শ্রীধরণ শ্রীরামের ক্যাম্পে জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও ছিলেন এইচপির বেশ কয়েকজন বোলার। অনেকদিন পর ব্যাট হাতে লিটন দাস। ইনজুরি কাটিয়ে প্রস্তুতি শুরু করেছেন ইয়াসির আলী রাব্বি।
সাম্প্রতিক ফর্মের কারণে সমালোচিত হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে জায়গা ধরে রাখা নিয়ে শঙ্কায় সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক। তবে প্রথম দিনে অনুশীলনে ছিলেন তিনিও। বিশ্বকাপ দলে রিয়াদ থাকবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন উত্তর নেই বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। সিদ্ধান্তের জন্য দুইদিন সময় চান।
রিয়াদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা থাকলেও টপ অর্ডারের নিয়ে আর পরিক্ষা নিরিক্ষার পক্ষপাতি নন টিম ডিরেক্টর। বাকি পজিশনগুলোয় নেয়া হবে অবস্থা বুঝে ব্যবস্থা।
দলের ব্যার্থতায় ক্রিকেটারদের সমালোচনা হয়। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ব্যার্থতার দায় সুজনের উপর চাপিয়েছেন। পাল্টা মন্তব্যে বুলবুলের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন সুজন।
১৪ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষিত হতে পারে।