২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৩২
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৩২

আইন-কানুন ও নীতিমালা তৈরি, ভালো আইপিও আসবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেছেন, বাংলাদেশের পুঁজিবাজারে আগে কাঠামো (ইনফ্রাস্ট্রাকচার) ছিল না। গত ১০ বছরে আমরা সেই কাঠামো তৈরি করেছি। প্রয়োজনীয় আইন-কানুন ও নীতিমালা তৈরি হয়েছে।

এখন আমাদের সবার দায়িত্ব হবে একটা ভালো ক্যাপিটাল মার্কেট তৈরি করা এবং তা নিয়ে আমরা এখন কাজ করবো। আমরা এখন কাঠামো, নীতিমালা ও সুযোগ-সুবিধা সব পেয়ে গেছি, অল্প কিছু কাজ করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে- মার্কেটটাকে ঠিকভাবে গড়ে তোলা।

বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। শিবলী রুবাইয়াত বলেন, অনেক চ্যালেঞ্জ অনেক সুযোগ সৃষ্টি করে। আমি মনে করি, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখী আমরা। আমরা এই চ্যালেঞ্জটিকে সবার সহযোগিতায় মোকাবিলা করবো। এছাড়া সামনের দিনগুলোতে বাজারকে সত্যিকার রুপ দিতে সচেষ্ট থাকবো এবং চেষ্টা করবো।

সবাই ইক্যুইটি মার্কেট নিয়ে চিন্তা করছে জানিয়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমি ইক্যুইটি মার্কেটকে নিশ্চয় খেয়াল করবো এবং সেখানে নতুন নতুন ভালো কোয়ালিটির যাতে আইপিও আসে সেদিকে খেয়াল রাখবো। একই সঙ্গে সুশাসনের বিষয়টিও দেখবো নিশ্চয়ই।

Facebook
Twitter
LinkedIn