দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে চান ১৬ জন ব্যক্তি। তারা হার্ডকপি পদ্ধতিতে আবেদন জমা দিয়েছেন। তবে অনলাইন অর্থাৎ ই-মেইলে আবেদন করা হলে প্রার্থীর সংখ্যা আরো বাড়বে।
হয়তো এদের মধ্য থেকেই একজন বর্তমান এমডি কাজী ছানাউল হকের জায়গায় আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, আজ বৃহস্পতিবার (১৯নভেম্বর) এমডি পদে আবেদন জমার শেষ দিন ছিল। সে সময়ে সরাসরি মোট ১৬জন আবেদন করেছেন। ডিএসইর এনাআরসি কমিটি অথাৎ যাচাই-বাছাই কমিটি আবেদন বক্সটি খুলে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করবেন। তাদের তালিকা অনুসারে ডিএসই কর্তৃপক্ষ একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। এরপর ডিএসইর পর্ষদ অনুমোদন করবে।
বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেছেন ডিএসই একাধিক কর্মকর্তা। তারা বলেন, আবেদন জমার শেষ দিন ছিলো আজ। এসময়ে ১৫-১৬জন প্রার্থী সরাসরি সিভিসহ আবেদন জমা দিয়েছেন। তবে ই-মেইলে কেউ আবেদন করেছেন কি না জানা জায়নি।
উল্লেখ্য,ব্যক্তিগত কারণ দেখিয়ে কাজী ছানাউল হক গত ০৮ অক্টোবর ডিএসইর চেয়ারম্যান বরাবার পদত্যাগ পত্র দাখিল করেন। এরপর ২১অক্টোবর ডিএসইর ৯৭২ তম পর্ষদ সভায় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়। তবে নিয়ম অনুসারে তিনি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।