রুশ সেনা ও তাঁদের সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরও ডুবিয়ে দেওয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক বোমা হামলা চালালে এমনটি করা হবে বলে জানান তিনি। রবিবার সংবাদমাধ্যম এবিসি নিউজের সঙ্গে আলাপচারিতায় এসব কথা উঠে আসে।
এর আগে রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় মস্কো নিজেদের হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে বলে সম্প্রতি হুমকি দিয়েছিলেন পুতিন। তার ওই বক্তব্য ঘিরে দেখা দেয় পারমাণবিক হামলার শঙ্কা। তারই প্রতিক্রিয়ায় এ কথা এসেছে বলে মনে করা হচ্ছে।
এবিসি নিউজকে পেট্রাউস বলেন, ‘পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মিলিত প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে আমরা এর (রাশিয়ার পারমাণবিক হামলা) জবাব দেবো। ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে থাকা প্রত্যেক রুশ সামরিক শক্তিকে ধ্বংস করা হবে। ক্রিমিয়ায় রুশ বাহিনী ও কৃষ্ণসাগরে তাদের প্রত্যেক জাহাজেরও একই পরিণতি হবে।’
ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে জড়াবে কি না এমন প্রশ্নের জবাবে পেট্রাউস বলেন, ‘এ ধরনের হামলা হলেও ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ বাস্তবায়ন করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না। কারণ, ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। তারপরও যুক্তরাষ্ট্র ও ন্যাটো এর জবাব দেবে।’