শাইখ আহমেদ, ইতালিঃ ইতালির নাপোলি শহরে অবস্থানরত এক নারী পুলিশকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃংঙ্খলা বাহিনী।
অভিযুক্ত বাংলাদেশি যুবকের নাম জে এম (২৩)।ইতালির দক্ষিনে নাপোলি বন্দরের পিসাকানে গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জানা গিয়েছে, নির্যাতিত নারী পুলিশ রাতে ডিউটি শেষ করে নাপোলি বন্দরের পিসাকানে হাটছিলেন।ধর্ষনে অভিযুক্ত বাংলাদেশি যুবক আগে থেকেই নারী পুলিশকে অনুসরণ করছিলেন।পরবর্তী এক পর্যায়ে অভিযুক্ত বাংলাদেশি যুবক আতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষন করেন।এমনকি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
এ সময় নারী পুলিশ সদস্যের সাথে থাকা অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন। পরবর্তীতে নির্যাতিত নারী পুলিশ এক ট্রাকচালকের সহযোগিতায় পুলিশকে কল দিয়ে অভিযুক্ত বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে নারী পুলিশকে হত্যাচেষ্টা ও ধর্ষনের মামলা করা হয়।নেক্কারজনক এ ঘটনা নিয়ে স্থানীয় গনমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইতালিতে অবস্থানরত কমিউনিটির শীর্ষ ব্যক্তিত্বরা বলেন, এটি অতন্ত্য নেক্কারজনক ঘটনা।পুরো বাংলাদেশী কমিউনিটির জন্য এক নতুন কলঙ্কময় অধ্যায় শুরু হলো। নেক্কারজনক এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যপক ঘৃণা সৃষ্টি হয়েছে।
কমিউনিটির শীর্ষ ব্যক্তিত্বরা ইতালিতে অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্য অনুরোধ করে বলেন, দেশের স্বার্থে এ ধরনের ঘৃণ্য কাজ থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে।