শাইখ আহমেদ, ইতালিঃ
ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন অতি-ডানপন্থী ফ্রাতেল্লি ডি’ইতালিয়া দলের নেতা জর্জা মেলোনি।
২২ শে অক্টোবর ২০২২ ইং রোজ শনিবার স্থানীয় সময় সকালে তার নেতৃত্বে নতুন সরকার অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন।
ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীননেতা বেনিতো মুসোলিনির পর প্রথম অতি- ডানপন্থী নারী প্রধানমন্ত্রী পেলো দেশটি।
গত ২১ শে অক্টোবর ২০২২ ইং রোজ শুক্রবার বিকালে ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেল্লার কাছ থেকে সরকার গঠনের আদেশ পেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি।
গত সেপ্টেম্বর মাসে ইতালির নির্বাচনে প্রায় এক-চতুর্থাংশ সর্বাধিক ভোট পায় প্রধানমন্ত্রী জর্জা মেলোনির দল ফ্রাতেল্লি ডি’ইতালিয়া।
প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জোটে রয়েছেন মাত্তেও সালভিনির অতি-ডানপন্থী লেগা দল এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মধ্য-ডানপন্থী ফর্ছা ইতালিয়া দল।
ইতালির অর্থনৈতিক উন্নয়নে ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তিনি পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করে যাবেন এমনিই প্রত্যাশা করা হচ্ছে।