২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৫

সালমান খান ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অসুস্থতার সময়টা তিনি নিজ বাড়িতেই কাটাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংস্থা টাইমস অফ ইন্ডিয়া। তবে সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত সালমানকে শ্যুটিং বন্ধ রাখতে হচ্ছে। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাল্লুর শারীরিক অবস্থা খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন সালমান খান।

প্রতিবেদন থেকে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণেকে আপাতত ‘না’ বলে দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। তাই কিছু দিনের জন্য ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। 

প্রসঙ্গত, আগামী ২৫শে অক্টোবর থেকে পরের ছবির শ্যুটিং শুরু করার কথা সালমান খানের। ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা এতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কি না, তা আজ শনিবার(২২শে অক্টোবর) পর্যন্তও স্পষ্ট না। 

তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শিগগিরই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শ্যুটিং।’

Facebook
Twitter
LinkedIn