ঘূর্ণিঝড় ’সিত্রাং’ এর প্রভাবে সারাদেশে আজ মঙ্গলবার (২৫শে অক্টোবর) ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে মাঝে মধ্যে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চার সমুদ্র বন্দরেও ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়াঅধিদপ্তর জানিয়েছে, ‘সিত্রাং’ অতিদ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করেছে। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছে।
সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১২ ও শেষ) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এর আগে মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে ‘সিত্রাং’-এর মূল অংশের উপকূল অতিক্রম শুরু করার পূর্বাভাস দিলেও শেষের দিকে এটি গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তাই আগেভাগেই উপকূল অতিক্রম শুরু করে বলে জানান আবহাওয়াবিদরা।