চলতি হিসাববছরের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জিএসপি ফাইন্যান্স লিমিটেড: চলতি হিসাবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের বছরের একই সময় যা ছিল ৪৬ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৮১ পয়সা।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড: চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৪৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭০ পয়সা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৪৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৬১ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫০ পয়সা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৬৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮০ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ টাকা ০১ পয়সা।
শ্যামপুর সুগার মিলস লিমিটেড: চলতি হিসাবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ১৯ টাকা ৩০ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ২১ টাকা ৬২ পয়সা (লোকসান)।