চীনের ঋণ পরিশোধ করতে না পারলে কেনিয়ার সম্পদ বাজেয়াপ্ত করতে পারে চীন। ঋণের কারণে দেউলিয়া বা খেলাপি হওয়ার পথে আফ্রিকার দেশ কেনিয়া।খবর: এএনআই।
সেন্ট্রাল ব্যাংক অব কেনিয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত কেনিয়ার বাহ্যিক ঋণের পরিমাণ ৩ হাজার ৬৪০ কোটি ডলার।
২০২১-২২ অর্থবছরে চীনের ঋণ পরিশোধের জন্য মোট ১১ হাজার ৭৭০ কোটি শিলিং (৯৭২.৭ মিলিয়ন ডলার) ব্যয় করেছে কেনিয়া। এর মধ্যে প্রায় ২ হাজার ৪৭০ কোটি শিলিং (২০৪.১ মিলিয়ন মার্কিন ডলার) সুদ পরিশোধে এবং ৯ হাজার ৩০০ কোটি শিলিং (৭৬৮.৫ মিলিয়ন ডলার) খালাস বাবদ ব্যয় করেছে দেশটি। কেনিয়ার মুদ্রার নাম শিলিং।
বিশ্বব্যাংকের পর দেশটির বৃহত্তম বিদেশি ঋণদাতা চীন। কেনিয়ার ২০২১-২২ অর্থবছরের বহিরাগত ঋণ পরিষেবা খরচের প্রায় এক-তৃতীয়াংশের জোগানও দিয়েছে চীন। ভারতের বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সাল থেকে চীনের বিপুল অঙ্কের ঋণ নিচ্ছে কেনিয়া। এ ঋণ দিয়ে উন্নত রাস্তা, পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও নিজেদের সবচেয়ে বড় প্রকল্প স্ট্যান্ডার্ড গেজ রেলওয়েতে অর্থায়ন করেছে দেশটি।