২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৭
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৭

প্রথম ওভারেই তাসকিনের উইকেট

টস জিতে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। বলা ভালো, প্রোটিয়াদের শুরুটা ভালো হতে দেননি তাসকিন। শুরুর ওভারেই ফিরিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে।

বাভুমা শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন। ইনিংসের ষষ্ঠ বলে তাকে বিদায় করলেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া অধিনায়কের সেই ক্যাচটা ধরতে তেমন সমস্যাই হয়নি নুরুল হাসানের। দলীয় ২ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

এর আগে দিনের শুরুতে ম্যাচ হওয়া নিয়েই সৃষ্টি হয়েছিল খানিকটা শঙ্কা। ম্যাচের ঘণ্টাখানেক আগে শুরু হয়েছিল বৃষ্টি। তাতে টসেও হয়েছিল দেরি। তবে সে দেরিটা ছিল কেবলই মিনিট চারেকের। এরপর প্রায় নির্ধারিত সময়েই শুরু হয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৮ রান। কুইন্টন ডি কক ৫ আর রাইলি রুশো ১ রানে অপরাজিত আছেন।

Facebook
Twitter
LinkedIn