২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২০

রিজার্ভের অর্থ দেশের উন্নয়নে ব্যয় হচ্ছে- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভের টাকা দেশের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মাণ করে সরকার বিশ্বের বুকে নিজেদের সক্ষমতাকে প্রমাণ করেছে। এই বন্দর দেশের আমদানি রফতানি বাণিজ্যে গতি আনবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ (বৃহস্পতিবার) সকালে পায়রা সমুদ্র বন্দরের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রকল্পগুলো মধ্যে রয়েছে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, প্রথম টার্মিনাল এবং আটটি জাহাজের উদ্বোধন, ছয় লেনের সংযোগ সড়ক এবং আন্ধারমানিক নদীর উপর সেতু নির্মাণ। ক্যাপিটাল ড্রেজিং করার ফলে বন্দরে ৪০ হাজারটন কার্গো বা ৩ হাজার কনটেইনার বোঝাই জাহাজ ভেড়ার সক্ষমতা তৈরি হবে। এছাড়া টার্মিনাল হলে এই বন্দরে তিনটি বিদেশি বড় জাহাজ একযোগে ভিড়তে পারবে।

গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, উন্নয়নে সরকার যোগাযোগ ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। নানা প্রতিকূলতার পরও পায়রা বন্দর সম্পূর্ণ নিজেদের অর্থে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে একে গভীর সমুদ্র বন্দরে পরিণত করা হবে। যারা রিজার্ভের টাকা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের  উন্নয়নের কাজেই এই টাকা ব্যয় করা হচ্ছে।

বিশ্বের মানুষকে অনেক প্রতিকূলাতার মধ্য দিয়ে যেতে হচ্ছে উল্লে­খ করে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn