দীর্ঘদিন পর আজ টাইগার ভক্তরা দেখলো এক রুদ্ধশ্বাস জয়। জিম্বাবুয়ের বিপক্ষে যে জয়ের শুরুর কারিগর তাসকিন আহমেদ। সাথে অসাধারণ জয়ের এই নায়ক নিজের নামের পাশে লিখিয়েছেন নতুন এক রেকর্ড।
চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম অবস্থানে আছেন তাসকিন। তার উইকেট সংখ্যা আটটি। এই তালিকায় তার পরের অবস্থানে আছেন ইংলিশ বোলার সেম কারান। তিনি নিয়েছেন সাতটি উইকেট।
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই নিজের সেরাটা দিয়েছেন তাসকিন। ব্যতিক্রম ঘটেনি চলতি বিশ্বকাপেও। সুপার টুয়েলভের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে আছেন এই ডানহাতি পেসার। ডাচদের সাথে টাইগারদের প্রথম ম্যাচেই চার উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে এক উইকেট নেন তাসকিন।
আজকে দিনের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫০ রান তুলে টাইগার ব্যাটাররা। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জিম্বাবুয়েনদের শিবিরে আঘাত হানেন তাসকিন। ওয়েসলি মাধেভের ও ক্রেইগ আরভাইনের উইকেট তুলে নিয়ে দলকে চাপে ফেলে দেন এই পেসার। সবশেষ চাকাভার উইকেট তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিশ্বকাপে বাংলাদেশের দুই জয়ের দিনে ম্যান অব দ্যা ম্যাচেরও স্বীকৃতি পান তাসকিন আহমেদ।