২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:২৭
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:২৭

বিশ্বকাপে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলো ব্রাজিল

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ২০ নভেম্বর এবারের বিশ্বকাপের পর্দা উঠবে। দল ঘোষণার সময়সীমা ১৪ নভেম্বর পর্যন্ত বেধে দিয়েছে ফিফা। তবে তিতে এত দেরি করলেন না। নিয়মিত ও ক্লাবের হয়ে ছন্দে থাকাদের নিয়ে সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ।

সোমবার চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন ব্রাজিল কোচ তিতে। দলে তেমন কোনো চমক নেই। দীর্ঘদিন ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তাদের ভেতর থেকেই সেরা ২৬ জন ফুটবলারকে বেছে নেয়া হয়েছে। তবে জায়গা হয়নি রবার্তো ফিরমিনোর।

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন নেইমার-ভিনিসিয়ুসরা। পিএসজির হয়ে গেল মৌসুমটা ভালো না কাটলেও চলতি সিজনে সেরা ফর্মে নেইমার। অন্যদিকে রিয়ালের জার্সিতে দাপট দেখাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সা ফরোয়ার্ড রাফিনহাও আছেন সেরা ছন্দে। তাদের নিয়েই কাতারে আরও একবার শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য দলটির।

২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। গ্রুপ ‘জি’তে দলটির অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।

২৬ সদস্যের ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানসিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।

রক্ষণভাগ: মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস) ও গেলসন ব্রেমার (জুভেন্টাস)। 

মাঝমাঠ: কাসেমিরো (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম) ও এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।  

আক্রমণভাগ: নেইমার জুনিয়র (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো গোয়েস (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনিয়া (বার্সেলোনা), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), অ্যান্তনি (ম্যানইউ), পেদ্রো (ফ্লামেঙ্গো) ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)।

Facebook
Twitter
LinkedIn