২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৪৭
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৪৭

দরপতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৪৯ টাকা ৬০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ৬১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৯২ বারে ২১ হাজার ৬৫২টি শেয়ার লেনদেন করেছে।

অ্যাডভেন্ট ফার্মা লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.০২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা বা ৫.২২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৫৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, হাওয়া ওয়েল টেক্সটাইল, বসুন্ধরা পেপার মিল, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn