জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেও ভীষণ বিষাদগ্রস্থ ব্রাজিল। দলের প্রাণভোমরা নেইমারের চোট তীব্র ভাবিয়ে তুলেছে সেলেকাওদের। এখন পর্যন্ত পাওয়া প্রতিবেদন বলছে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। সুস্থ হলে দ্বিতীয়পর্বে মাঠে নামতে পারেন পিএসজির এই সুপারস্টার।
এখন কথা হলো- গ্রুপপর্বেই এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের। এই দুই ম্যাচে নেইমারের জায়গায় খেলবেন কে? ১০ নম্বর জার্সির বিকল্প কে হতে পারেন?
বিভিন্ন গণমাধ্যম বলছে, নেইমারের জায়গায় খেলবেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো। বিশ্বকাপের প্রথম ম্যাচেও অল্প সময়ের জন্য তাকে দেখা গিয়েছিলো। কিন্তু পরের দুই ম্যাচে রদ্রিগোকে দেখা যাবে অনেকক্ষণ। দলের অন্যতম ভূমিকা রাখতে হবে তাকে।
রিয়াল মাদ্রিদে রদ্রিগোর টিমমেট ও ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো বলেছেন, নেইমার প্লেমেকার পজিশনে খেলেন। নেইমার ছাড়াও আমাদের প্লেমেকার পজিশনের জন্য আছেন রদ্রিগো। তিনি খেলবেন। সেই সঙ্গে দলে ভিনিয়াস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসন আছে অ্যাটাকের দায়িত্বে। সুতরাং কোনো ঝামেলা নেই। আর দলে কোনো চাপ পড়বে না।
গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে ২৮ নভেম্বর রাত ১০টায় গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। আর শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে আগামী ২ ডিসেম্বর রাত ১টায়।
এর আগে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে মিলেঙ্কোভিচের ট্যাকলে অ্যাংকেলে চোট পান নেইমার। শুরুতে বোঝা যায়নি কিছু, খেলে যাচ্ছলেন। চোট পাওয়ার প্রায় ১১ মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। পরে তিতে বলেছেন, তিনিও বুঝতে পারেননি নেইমার অমনভাবে চোট পেয়েছেন। এই চোট নিয়েই দলের জন্য খেলে গেছেন মাঠে, সতীর্থদেরও তেমন কিছু বুঝতে দেননি।
ম্যাচ শেষে একটি ছবি ভাইরাল হয়। নেইমার খালি পায়ে বেরিয়ে আসছেন মাঠ থেকে। ডান অ্যাংকেলটা যে বেশ ফুলে গেছে, খালি চোখেই বোঝা যাচ্ছিল। তখনও মুখ দেখে বোঝা যাচ্ছিল ভালো কিছু হয়নি। পরে চিকিৎসক জানান ৪-৫ দিনের জন্য মাঠের বাইরে যেতে হবে তাকে।