২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৪

মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিবকোট পরলেই মুজিবসৈনিক হওয়া যায় না, মুজিবসৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে।

আজ মঙ্গলবার (২৯শে নভেম্বর) নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি তাঁর রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।

দীর্ঘ নয় বছর পর নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের ভার্চুয়ালে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন। এসময় সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি। 

কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, মির্জা ফখরুলরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা দেশের উন্নয়ন করে যাবো, আমাদের কাজের মাধ্যমে আমরা ষড়যন্ত্রের জবাব দিব। আমরা মানুষের পাশে সবসময় আছি এবং আগামীতেও থাকবো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে, আরও ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নোয়াখালীর মানুষকে ভালোবাসেন। নোয়াখালীতে ব্যাপক উন্নয়ন করেছেন। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
LinkedIn