২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:২৫

আজ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা

০ বছরেরও বেশি সময় পর রাজনৈতিক জনসমাবেশে অংশ নিতে আজ রোববার চট্টগ্রামে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর পলোগ্রাউন্ডে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। শেখ হাসিনার আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। জনসমাবেশে বিপুল মানুষের সমাগম আশা করছে স্থানীয় আওয়ামী লীগ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষায় এখন বন্ধর নগরী চট্টগ্রাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পলোগ্রাউন্ডে জেলা আওয়ামী লীগ জনসভার আয়োজন করেছে। আজ এই জনসভায় বক্তব্য রাখবেন দলীয় প্রধান শেখ হাসিনা। 

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম নগরী। ব্যানার ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে নগরীর প্রধান সড়কগুলো। জনসভাকে কেন্দ্র করে উৎফুল্ল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জনসভাকে সফল করতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। বিপুল মানুষের উপস্থিতি আশা করছেন তারা। দলীয় প্রধান শেখ হাসিনা সহ জনসভায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছে স্থানীয় পুলিশ ও প্রশাসনগুলো।

জনসভার সার্বিক দিকগুলো তদারকি করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পলো গ্রাউন্ডের জনসভা সফল করতে এরই মধ্যে আশপাশের বিভিন্ন জেলার মানুষ চট্টগ্রামে আসতে শুরু করেছেন।

Facebook
Twitter
LinkedIn