২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৮
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৮

ম্যারাডোনাকে নিয়ে মাশরাফির হৃদয়ছোঁয়া স্ট্যাটাস

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা নেই- খবরে বড় ধাক্কা লেগেছে ক্রিকেটবিশ্বেও।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে ক্রিকেটাররাও যে যার মতো করে এই ফুটবল ঈশ্বরের জন্য শোক প্রকাশ করছেন।

অন্যান্য সব দেশের মতো লাতিন আমেরিকার এই মহানায়কের কোটি কোটি ভক্ত বাংলাদেশেও রয়েছে।  তাদের একজন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রিকেটার হয়েও ম্যারাডোনাকে নিজের একমাত্র সুপারস্টার বলেছেন মাশরাফি।

ম্যারাডোনার মৃত্যু সংবাদের পর জাতীয় সংসদের এই সদস্য তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক জানিয়ে এ কথাই লিখলেন নড়াইল এক্সপ্রেস। 

ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন ‌‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তিজীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ-পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।

ভালো থেকো ওপারে যাদুকর।
দি ড্রিবলিং মাস্টার
দিয়েগো আরমান্দো মারাদোনা (RIP)’

Facebook
Twitter
LinkedIn