মনোয়ার হোসেন ডিপজল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করা ডিপজল তার অভিনয় জীবনে প্রচুর ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন।
এবার তার পথেই হাঁটছেন তার মেয়ে ওলিজা মনোয়ার।
তবে তার এই যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। তার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘জিম্মি’ নামের একটি সিনেমা।
মুক্তির অনুমতি পেতে ইতোমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে সিনেমাটি। ‘জিম্মি’ পরিচালনা করেছেন ডিপজল নিজেই।
ওলিজা মনোয়ার যুক্তরাজ্যে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। লন্ডনে একটি সরকারি কলেজে শিক্ষকতাও করেছেন। অনেকদিন ধরেই চলচ্চিত্র প্রযোজনার কথা ভাবছিলেন তিনি।
দেশে ফিরে আসার পর ওলিজা মনোয়ার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করলেও নানা কারণে তার বাস্তবায়ন আর হয়নি। তবে এবার চলচ্চিত্র প্রযোজনার ভেতর দিয়ে চলচ্চিত্রে আসলেন ডিপজলকন্যা।
অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই সিনেমার (জিম্মি) গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করেছেন ডিপজল, শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হান প্রমুখ।