পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে ডলারের কোনো সংকট নেই, ঘাটতি রয়েছে। গেল মাসে (নভেম্বর) প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয় বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতিতে ধীরে ধীরে আগের জায়গায় আসবে। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে দেশের অর্থনীতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেলের দাম বৃদ্ধির খবর আমাদের কাছে রয়েছে। দেশবাসীর ভয়ের কোনো কারণ নেই।’
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে দুদিনব্যাপী কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পুকুরে, বিলে ও হাওরে মাছ ভর্তি। ধানে গোলা ভর্তি। মাঠের পর মাঠ শীতকালীন সবজিতে ভর্তি। কোন ব্যাংক দেউলিয়া হয়েছেÑএমন খবর কেউ কি বলতে পারবে! একটি গোষ্ঠী একটি অসাধু চক্র রয়েছে, তারা গুজব ছড়িয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আগে তারা ছড়িয়েছিল, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু হয়নি। দেশের মানুষ এখন শান্তি ও উন্নয়ন চায়। তারা সবকিছু ভালো পেতে চায় এবং আওয়ামী লীগ সেটি দিতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দিতে পারবেন।’
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে এম এ মান্নান বলেন, ‘মাঝে করোনা ও বিশ্ব মোড়লদের যন্ত্রণায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছিলাম। সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে এসেছে। তেল ও গ্যাসের দাম কমে আসছে। আমরা এখন ভালো আছি।’
এদিকে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑডিসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, অতিরিক্ত ডিসি ও কুস্তি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন প্রমুখ। জনপ্রিয় এ খেলা ঘিরে সুনামগঞ্জ স্টেডিয়ামে উৎসবের আমেজ বিরাজ করে। চলতি বছর জেলার সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার শতাধিক গ্রামে কুস্তিখেলা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার শতাধিক কুস্তিগির অংশ নেন।