২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৯
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৫৯

পুলিশ বোমা রেখে বিএনপিকে দায় দিচ্ছে- ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির কার্যালয়ে ঢোকার পথে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপি মহাসচিব। এসময় নাইটিঙ্গেল মোড়ে তাঁকে আটকে দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে দলীয় কার্যালয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত পুলিশ ভেতরে ঢুকতে দেয়নি তাকে। উপায় না দেখে অগত্যা ফিরে যান মির্জা ফখরুল। 

এ ঘটনায় মির্জা ফখরুল বলেন, সরকার হীন উদ্দেশ্যে ১০ই ডিসেম্বরের সমাবেশ বানচালে পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে হামলা চালিয়েছে। পুলিশ বোমা রেখে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে। দেশে গণতন্ত্র নেই।

একইসাথে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় অবিলম্বে বিএনপির দলীয় কার্যালয় খুলে দেয়ার এবং আটকদের মুক্তির দাবি করেন বিএনপির এ নেতা। মির্জা ফখরুল ১০ই ডিসেম্বর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানে সরকারকে সহায়তার আহ্বানও জানান। 

এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, গতকাল বুধবার বিএনপির কার্যালয় থেকে অনেক ককটেল বিস্ফোরণ করা হয়েছে, বোমা পাওয়া গেছে। দলীয় কার্যালয়ের এই এলাকাকে অপরাধ সংঘটিত হবার স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও বোমা কিংবা অন্য কিছু আছে কিনা তা তল্লাশি করা হচ্ছে। পুলিশের বিভিন্ন বিভাগ কাজ করছে‌। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই এলাকা ঘিরে রাখা হবে। এর মধ্যে নেতাকর্মী কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

Facebook
Twitter
LinkedIn