২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৫

সাবেক পোপ বেনেডিক্টের জীবনাবসান

রোমান ক্যাথলিক চার্চের সাবেক প্রধান পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। স্থানীয় সময় আজ (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ভ্যাটিকান সরকার একটি বিবৃতিতে বলেছে, ‘দুঃখের সাথে আমি আপনাকে জানাচ্ছি যে পোপ ইমেরিটাস, বেনেডিক্ট আজ সকাল সাড়ে ৯টায় ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে মারা গেছেন।

ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক চার্চের প্রথম নেতা নির্বাচিত হয়েছিলেন। প্রথা অনুযায়ী তিনি ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটিরও প্রধান। ৭৮ বছর বয়সী ইয়োসেফ রাৎ সিঙারকে ২৬৫তম পোপ নির্বাচন করে কলেজ অব কার্ডিনাল। ২০০৫ সালে পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর দায়িত্ব নেন ষোড়শ বেনেডিক্ট। প্রায় পাঁচ’শ বছর পর কোনও জার্মান পোপ হিসেবে দায়িত্ব পান তিনি। 

২০১৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করার পর থেকে ভ্যাটিকানের একটি গির্জায় অনেকটা নিভৃতবাসে ছিলেন তিনি। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন বেনেডিক্ট।

Facebook
Twitter
LinkedIn