২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৫৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৫৪

শেয়ারবাজারের চার তহবিল থেকে ১৫৮ কোটি টাকা আত্মসাত!

শেয়ারবাজারের চার তহবিল থেকে ১৫৮ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। সংস্থাটির প্রাথমিক তদন্ত রিপোর্টে এ তথ্য পাওয়া যায়। তদন্তে বলা হয়, ভুয়া লেনদেন ও আর্থিক প্রতিবেদনে কারসাজির মাধ্যমে এ আত্মসাতের ঘটনা ঘটানো হয়

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও তহবিলগুলোর দেখভালের দায়িত্বে থাকা ট্রাস্টি ও হেফাজতকারী প্রতিষ্ঠান যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। 

দায়িত্ব পালনে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- আইসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। 

Facebook
Twitter
LinkedIn