২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:২২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:২২

চঞ্চল চৌধুরীর নতুন নায়িকা মনামী

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। নাম ‘পদাতিক’। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এটি পরিচালনা করবেন সৃজিত মুখার্জি। ছবিতে চঞ্চলের বিপরীতে থাকছেন মনামী ঘোষ।

মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় ভুবনে যাত্রা শুরু মনামীর। দু’দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। টালিউডের বড়পর্দায় বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। বর্তমানে ওটিটি দাপিয়ে অভিনয় করছেন। ২৫টিরও বেশি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে দুই বাংলায় বেশি আলোচনায় আসেন রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারকের দায়িত্বের মাধ্যমে।

তার অভিনীত ‘সোনার হরিণ’, ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নিচে’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী ঘোষ। সিরিয়ালের বাইরে ‘এক মুঠো ছবি’, ‘মাটি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’র মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn