প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মঞ্চ ভেঙে যারা আহত হয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক বিবৃতিতে শুক্রবারের ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন। এতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
সেই ঘটনায় আহত জাতীয় নেতারা, সাবেক নেতারা, বর্তমান নেতাকর্মী, গণমাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গত শুক্রবার বিকালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে।
গত শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানের শেষের দিকে
তিনি বক্তব্য দিতে মঞ্চে উঠলে তার পেছনে অনেক নেতাকর্মী অবস্থান নেন। এ সময় মঞ্চ ভেঙে পড়লে অনেকে আহত হন। তাৎক্ষণিকভাবে আটজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে মঞ্চ ভাঙার রেশ কাটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ছাত্রলীগ। সেই শোভাযাত্রা ‘সুশৃঙ্খল, জনদুর্ভোগহীন ও স্মার্টভাবে’ অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের শুভেচ্ছাও জানান ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের বিবৃতিতে বলা হয়, ‘যে শক্তিশালী, অদম্য ও আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নান্দনিকভাবে শোভাযাত্রাটি শেষ করা হয়েছে, সেই শক্তিই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনে পথচলার প্রেরণা।’