আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই বিশ্ব আসরে রাতের ম্যাচগুলোতে বাগড়া দিতে পারে শিশির। মূলত ডিউ ফ্যাক্টর কমিয়ে আনতে দিবা-রাত্রির ম্যাচগুলো বেলা সাড়ে ১১টা থেকে শুরু করার প্রস্তাব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
সাধারণত ভারতে দিবা-রাত্রির ম্যাচগুলো শুরু হয় বেলা দেড়টা থেকে। অশ্বিন এদিন উদাহরণ টেনেছেন ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে ম্যাচের। এই ম্যাচে আগে বোলিংয়ের সুবিধা নিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৩৭৩ রানের বিশাল সংগ্রহ। এই ম্যাচে ভারত জয় পেয়েছিল ৬৭ রানে।
নিউজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে অশ্বিন বলেন, ‘আমার পরামর্শ হবে বা আমার মতামত হবে বিশ্বকাপে আমরা কোন ভেন্যুতে খেলছি এর ওপর ভিত্তি করে শুরুর সময় কি হবে সেটা নির্ধারণ করা। আমরা কেন বিশ্বকাপের ম্যাচগুলো সাড়ে ১১টায় শুরু করতে পারি না?’
ভারত শ্রীলঙ্কা ম্যাচের উদাহরণ টেনে অশ্বিন বলেন, ‘স্লো উইকেটে ভারত দারুণ ব্যাটিং করেছে এবং ভালো একটি সংগ্রহ তৈরি করেছিল। তবুও তারা জেতার জন্য তাদের দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয়েছে। দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয়নি। শিশিরের কারণে সেই ব্যবধান অনেকাংশেই কমে এসেছিল টস হারার ফলে।’
আইসিসির দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় এই স্পিনার বলেন, ‘আইসিসি খুব ভালোভাবেই জানে যে এখানে শিশির পড়বে, তাই খেলাটাকে এগিয়ে আনা উচিত এবং আমরা যদি ম্যাচ সাড়ে ১১টায় শুরু করতে পারি তাহলে শিশির প্রভাব ফেলতে পারবে না। তাহলে আমরা কেন এটা করবো না। এমনটা হলে কি দর্শকরা বিশ্বকাপকে প্রাধান্য দিয়ে সাড়ে ১১টায় ম্যাচ দেখবে না?’