বাংলাদেশ যে সাড়ে চারশ’ কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব দিয়েছে তা চলতি জানুয়ারি মাসের ৩০শে তারিখে অনুমোদন হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সাত কিস্তিতে এই ঋণ দেওয়া হবে।
আজ (সোমবার) আইএমএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, অন্তোনিয়েতে মোনসিও সাইয়েহ জানান, বাংলাদেশের ঋণ আবেদন আগামী ৩০শে জানুয়ারি সংস্থটির নির্বাহী পর্ষদের সভায় অনুমোদিত হতে পারে। গত বছরের ৯ই নভেম্বর আইএমএফ বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার সম্মতি জানায়। এই ঋণ দেবে সাত কিস্তিতে। প্রথম কিস্তি এ বছরের ফেব্রুয়ারিতে দেয়ার কথা।
বাংলাদেশ ব্যাংক ও সরকার আর্থিক খাতে যেসব সংস্কারে হাত দিয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। মৌলিক এসব সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান আইএমএফের ডিএমডি।