পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাস গিরিখাদে পড়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলা অঞ্চলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামজা আঞ্জুম বলেন, গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।
তিনি বলেন, দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেয়ার সময় বাসটি একটি সেতুর পিলারের সাথে ধাক্কা খায়। পরে বাসটি একটি গিরিখাদের মধ্যে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।
তিনি জানিয়েছেন, বাসটির ধ্বংসাবশেষ থেকে হতাহতদের বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের রাস্তায় ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।