Search
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪২

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ।

করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আজ (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, শরীরে কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনা পরীক্ষা করান। গতকাল বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি ভালো আছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন।’

Facebook
Twitter
LinkedIn