Search
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ৮:০৫

আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা সোহেল রানা ও সুচন্দা।

বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা সোহেল রানা ও সুচন্দা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। সেখানেই আজীবন সম্মাননার তালিকায় যৌথভাবে নাম প্রকাশ করা হয়েছে সুচন্দা-সোহেল রানার।

এছাড়া ২০১৯ সালেরে শ্রেষ্ঠ ছবি হিসেবে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘ফাগুন হাওয়ায়’ ও স্টার সিনেপ্লেক্স এর প্রথম প্রযোজনা ‘ন ডরাই’।

চলতি বছর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

Facebook
Twitter
LinkedIn