১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৪
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৪

নাজমুল হুদা আর নেই

 বিএনপিত্যাগী সাবেক মন্ত্রী এবং নতুন দল ‘তৃণমূল বিএনপি’র প্রতিষ্ঠাতা নাজমুল হুদা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। 

রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার সকাল ১১টায় ধানমণ্ডিতে বায়তুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৭৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘জাগো দল’ গঠন করলে তিনি সেই দলে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নাজমুল হুদা তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন।

ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়। ২০১০ সালে ২১শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিষ্কৃত হলেও নাজমুল হুদা বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং ২০১১ সালের ৫ই এপ্রিল দলের সদস্যপদ ফিরে পান। ২০১২ সালে ৬ই জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন।

২০১২ সালের ১০ই আগস্ট নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট ‘বিএনএফ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরই সেখান থেকেও বহিষ্কার হন নাজমুল হুদা। ২০১৫ সালের ২০শে নভেম্বর তিনি তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। চলতি মাসেই দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।

নাজমুল হুদা অনেকদিন ধরে উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন, এই রাজনীতিবিদ।

সোমবার তিনদফা জানাজা শেষে তাকে দোহারের সাইনপুকুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে। প্রবীণ এই রাজনীতিবিদ দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সিগমা হুদা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান।

Facebook
Twitter
LinkedIn