২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৪১

দেশে ফিরেছেন সাকিব

বিপিএল শেষে পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে পৌঁছে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে এক ম্যাচ খেলেই আবার পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অবশেষে যুক্তরাষ্ট্রে কিছুদিন স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটানোর পর আজ সোমবার সকালে দেশে ফিরেছেন এই দেশসেরা অলরাউন্ডার। এদিন সকাল ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে করে ঢাকায় পা রেখেছেন সাকিব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও টিম হোটেলে যোগ দিয়েছেন সাকিব। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান নিশ্চিত করেছেন এ তথ্য।

এর আগে গেল বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাকিব ছাড়া এই অনুশীলনে ছিলেন দলের বাকি সদস্যরা। মূলত পারিবারিক কাজে থাকায় সেই অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সোমবার সেই ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। 

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা বারোটায়।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

Facebook
Twitter
LinkedIn