২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৩

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

হজযাত্রী নিবন্ধনের সময় তৃতীয় দফায় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময় ৭ই মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

হজ ক্যাম্পের পরিচালক জানান, চলতি বছর হজে যেতে নিবন্ধন শুরু হয় গত ৮ই ফেব্রুয়ারি। ২৩শে ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ সময় থাকলেও তা বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি করা হয়। তবে, নিবন্ধন কম হওয়ায় সময় আবারও বাড়ানো হয়েছে। 

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৪শ’ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ হাজার ৭৭২ জন হজ যাত্রী এ পর্যন্ত নিবন্ধন করেছেন। 

হজ পালনের খরচ দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় এবার হজ যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছে বিভিন্ন এজেন্সি।তবে, হজ অফিস বলছে, পাসপোর্ট জটিলতা এবং সময় কম থাকায় আগ্রহ হারাচ্ছে মানুষ। আগামী ১৫ই মার্চের মধ্যেই সব কোটা পূরণ হবে। 

Facebook
Twitter
LinkedIn