আবারও দেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ইউনিট প্রতি ৪১ পয়সা বাড়িয়ে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এনিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে পহেলা মার্চ থেকে।
এর আগে, সবশেষ গত ৩১শে জানুয়ারি খুচরা পর্যায়ে ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় সরকার। তারও মাত্র ১৮ দিন আগে গত ১২ই জানুয়ারি খুচরা পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।