গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ঝড়টির প্রভাবে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেখানকার ৯ হাজারেরও বেশি মানুষ। এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ১৩ জনের।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বন্যায় মন্টেরি ও সান ফ্রান্সিসকোসহ অন্তত ১০টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে অঙ্গরাজ্যটিতে আরও একটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ।