২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫৩

দেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আগামী ১৫ই মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। আজ (সোমবার) আবহাওয়া অফিস থেকে এতথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফাল্গুনের শেষ সময়ে এসে দেশের কয়েকটি স্থানে মৃদু তাপদাহ শুরু হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ড, রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবান জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে এই তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানা গেছে।

এসময় কয়েক জায়গায় বৃষ্টিও হতে পারে। এবার শীতকালে তেমন বৃষ্টি না হওয়ায় একটু আগেভাগেই তাপদাহ শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

এদিকে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

Facebook
Twitter
LinkedIn