২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৪

বাংলাওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরমেটে সিরিজ জয় ছিল না টাইগারদের। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই আক্ষেপ ঘুচেছে। শেষ টি-টোয়েন্টিতে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করে নতুন ইতিহাস গড়তে চায় সাকিব বাহিনী।

এখন এমন স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। পরিসংখ্যানও তাই বলছে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিন বারের দেখায় দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সাকিব বাহিনী।

তবে শেষ ম্যাচে নতুনদের ঝালিয়ে নিতে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তার মতে, জেতার দিকেই মনোযোগ থাকবে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি দুই বা একটা বদল আনতে পারি, সেটা দল করতে পারে।

বাশার বলেন, আমার মনে হয় দলও এখন প্রস্তুত, যেকোনো কন্ডিশনে আমরা জিততে চাই। কন্ডিশনের সুবিধা সবসময় নিতে চাই না। এই মনোভাবই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় ইংল্যান্ড।

নতুন-পুরাতনের সমন্বয়ে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় যাবে বলে আশা টাইগার ভক্তদের।

Facebook
Twitter
LinkedIn