২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪১
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪১

৯৫তম অস্কারে বিজয়ীরা

জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর।

সোমবার (১৩ মার্চ) সকালে বসেছিল বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের আয়োজন। অনুষ্ঠানে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আসুন দেখে নেই কারা পেলেন এবারের অস্কার-

সেরা অভিনেত্রী:

মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা অভিনেতা:

ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)।

সেরা পার্শ্ব-অভিনেতা:

কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা পার্শ্ব-অভিনেত্রী:

জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা চলচ্চিত্র:

এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স।

সেরা নির্মাতা :

ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)।

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য :

উইমেন টকিং (সারাহ পলি)।

সেরা মৌলিক চিত্রনাট্য :

ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান)।

সেরা গান:

ভারতীয় চলচ্চিত্র আরআরআর-এর গান ‘নাটু নাটু’ ।

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র:

অ্যানিমেশন চলচ্চিত্র পিনোচ্চিও।

স্বল্পদৈর্ঘ্যের সেরা লাইভ অ্যাকশন:

সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অ্যান আইরিশ গুডবাই।’

সেরা প্রামাণ্যচিত্র :

সেরা ডকুমেন্টারি ‘নাভালনি’।

সেরা সিনেমাটোগ্রাফি :

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।

সেরা মেকাপ আর্টিস্ট :

সেরা মেকাপ আর্টিস্ট আদ্রিয়েন মোরোট, জুডি চিন এবং অ্যান্নিমারি ব্র্যাডলি।

সেরা আন্তর্জাতিক ছবি :

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

স্বল্পদৈর্ঘ্যর সেরা ডকুমেন্টারি :

সেরা স্বল্পদৈর্ঘ্যর ডকুমেন্টারি ‘দ্য এলিফেন্ট হুইসপারস’ । এটি নির্মাণ করেছেন পরিচালক কার্তিকী গনসালভে ও গুনেত মঙ্গা।

সেরা এনিমেটেড শর্ট ফিল্ম :

সেরা এনিমেশন ছবি দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স ।

সেরা ভিজ্যুয়াল ইফেক্ট :

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

সেরা চলচ্চিত্র সম্পাদনা :

এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান।

সেরা শব্দ :

টপ গান: ম্যাভেরিক।

সেরা পোশাক পরিকল্পনা :

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার।

Facebook
Twitter
LinkedIn