২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫৯
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫৯

১৫ হাজার রানের ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

জন্মদিনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে মাইলফলক থেকে ১৪ রান পেছনে ছিলেন তামিম। আজ  (সোমবার) সিলেটে নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন তামিম। 

১৫ হাজার রান করতে তামিম খেলেছেন ৩৮৩ ম্যাচ। এরমধ্যে একদিনের ক্রিকেটে ১৩৬ ম্যাচে তামিমের রান ৩৬ দশমিক ৬৩ গড়ে ৮ হাজার ১৬৯। টেস্টে ৬৯ ম্যাচে ৩৯ দশমিক ০৯ গড়ে করেছেন ৫ হাজার ৮২ রান। আর ৭৮ টি-টোয়েন্টিতে এই ব্যাটারের রান ১৭৫৮।

তিন ফরম্যাটে আছে ২৫টি সেঞ্চুরি। এছাড়া অর্ধশতক আছে আরও ৯৩টি।

তামিমের পর ১৩ হাজারের ওপর রান আছে দুজনের। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন তারা।

Facebook
Twitter
LinkedIn