২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৪৭
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৪৭

৩১তম সদস্য দেশ ফিনল্যান্ড

ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে আজ ফিনল্যান্ড যোগ দিচ্ছে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ন্যাটো সদর দফতরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি।

এটি ফিনল্যান্ডের নিরাপত্তা এবং সমগ্র ন্যাটোর জন্য একটি ভাল দিন হবে বলে মন্তব্য করেন জেনস স্টলটেনবার্গ।

ন্যাটোর ঘোষণার প্রতিক্রিয়ায় রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, ফিনল্যান্ডে যদি অন্যান্য ন্যাটো সদস্যদের বাহিনী মোতায়েন করা হয়, তাহলে রাশিয়ার সামরিক নিরাপত্তা নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে বাড়তি পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ার সাথে দেশটির দীর্ঘ সীমান্ত থাকায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনটি বেশি গুরুত্ব পায়। তবে ফিনল্যান্ড জঙ্গিদের সমর্থন করছে বলে তুরস্ক অভিযোগ করায় আবেদনটি পিছিয়ে যায়।

Facebook
Twitter
LinkedIn