২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:১৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:১৬

আইপিএল খেলতে যাচ্ছেন লিটন

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে সন্ধ্যায় ভারত যাচ্ছেন লিটন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন দাস। আজ রোববার সন্ধ্যায় তিনি উড়াল দিচ্ছেন। 

সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই যেতে হচ্ছে তাকে। ম্যাচটি শেষ হওয়ার পর একদিন লিটন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। 

এর আগে বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান চলে গেছেন আগেই। যদিও দিল্লি ক্যাপিটালস ইতোমধ্যে তিন ম্যাচ খেললেও কোনোটিতেই সুযোগ পাননি মোস্তাফিজ।  

আইপিএল খেলতে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে আগামী ৪ মে পর্যন্ত। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে সুপার লিগের ম্যাচ আছে। সেগুলোতে খেলতে হবে লিটন ও মোস্তাফিজকে।   

এদিকে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে লিটনের জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান তো শেষ পর্যন্ত যাননি আইপিএলে। তারও খেলার কথা ছিল কলকাতাতেই। সাকিবের জায়গায় জেসন রয়কে দলে নিয়েছে তারা।  

Facebook
Twitter
LinkedIn