২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৩

 শ্রদ্ধায় সিক্ত জাফরুল্লাহ চৌধুরী

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সেখানে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। পাশে রয়েছেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তাঁরা লাইন ধরে একে একে মরদেহের কাছে যাচ্ছেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও।

এর আগে সকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হলে বীর মুক্তিযোদ্ধারা তাঁর মরদেহ গাড়ি থেকে নামান। পরে তাঁরা মরদেহ বহন করে অস্থায়ী মঞ্চ পর্যন্ত নিয়ে যান।

বেলা একটা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর তাঁর মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা আড়াইটার দিকে সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দুপুর একটার দিকে রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn