২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩৯

ফাইনাল দেখতে যাচ্ছেন পাপন

আগামী ২৮ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ড প্রধানদের। সেখানেই তাদের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ।

ভারতীয় গণমাধ্যমকে জয় শাহ বলেছেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতিরা আইপিএল ফাইনাল দেখতে আহমেদাবাদ আসবেন। আমরা তাদের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আলাপ করব।’

পাকিস্তান কদিন আগ পর্যন্ত নিজেদের দেশে এশিয়া কাপ করতেই বদ্ধপরিকর ছিল। তবে ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল তারা। এর ফলে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের ঘোষণা দিয়েছিল তারা। যদিও এই প্রস্তাব শুরুতে মেনে নেয়নি ভারত। তারা পুরো এশিয়া কাপই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল। অবশ্য পিসিবির ক্রমাগত চাপে ভারত নিজেদের জায়গা থেকে কিছুটা সরে এসেছে। তারা হাইব্রিড মডেলেই এশিয়া কাপ খেলতে চলেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এমনটা হলে পাকিস্তান ছাড়াও এশিয়া কাপের ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা। ভারতের সব ম্যাচসহ ফাইনাল হতে পারে শ্রীলঙ্কাতেই। এর আগে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার প্রস্তাবেও ভারতের পাশে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Facebook
Twitter
LinkedIn