আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে পুরাতন বিমানবন্দরে শান্তিরক্ষী দৌড়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় শান্তিরক্ষী দৌড়ের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহিদ শান্তিরক্ষীদের স্বজন এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শান্তিরক্ষী মিশনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অংশ নেয় বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি পুলিশও। তিন দশকে অন্তত ৪০টি দেশের ৬৩টি মিশনে বাংলাদেশীদের রয়েছে গৌরবের পদচারণা।