২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৩৭
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৩৭

কলকাতা বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এর  আগে (বুধবার) স্থানীয় সময় রাত ৯টার ২০ মিনিটে আগুন ধরে বিমানবন্দরের ডিপারচারের সিকিউরিটি চেকিংয়ের ১৫ নম্বর কাউন্টারের সামনে। ভারতের শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মুহূর্তে আগুন বড় অংশে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা টার্মিনাল এলাকা।  বিমানবন্দরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৮টি ইউনিট। 

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে, আগুনে হতাহতের কোন খবর জানা যায়নি। আগুনের কারণে উড়োজাহাজ ওঠানামা বিঘ্নিত হয়।

Facebook
Twitter
LinkedIn