আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো দেশের ভিসা নীতিতে আমাদের কিছু যায় আসে না, ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন।
আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মার্কিন ভিসা নীতিতে তারা বলছে- অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসা নীতি। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে না কি বাস্তববাদী হবে, আমরা দেখব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৪ বছর ধরে বিএনপির আন্দোলন ও সরকার হটানোর কথা শুনছে জাতি। কিন্তু নিজেদের নেত্রীর মুক্তির জন্য মিছিল করতে পারেনি। দলটির অনেকে নির্বাচনে আগ্রহী, সময় হলে সব জানা যাবে।
বিআরটি প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প সমাপ্ত করে উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি। এ ছাড়া আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেল প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত।
ঈদযাত্রা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ঈদের আগে রাস্তায় ভোগান্তি কমাতে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঈদের আগেই বিআরটি প্রকল্পের উত্তরার হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার অংশ উদ্বোধন করা হবে।