এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ মুহূর্তে এসে ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যখন জয় তুলে নেয়, দিনের খেলা কেবল সাড়ে চার ওভারের মতো বাকি। রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে দিয়েই শেষ হলো অ্যাশেজের প্রথম টেস্ট। তাতে শেষ হাসি অস্ট্রেলিয়ার।
ব্যাটারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছেড়েছেন প্যাট কামিন্স। তার ব্যাটিং বীরত্বে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া দল।
২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করার কথা ছিল অস্ট্রেলিয়ার। রোমাঞ্চকর লড়াইটাকে আরও জমিয়ে দেয় বৃষ্টি। পরিত্যক্ত হয় প্রথম সেশন। তাতে আগেভাগে নিতে হয়েছে লাঞ্চ বিরতি।
এরপর খেলা মাঠে গড়ালে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপ বাড়াতে থাকে অজিদের ওপর। আগের দিনের অপরাজিত বোল্যান্ডকে ২০ রানে থামিয়েছেন ব্রড। ট্রাভিস হেড (১৬), ক্যামেরন গ্রিন (২৮) কে বিদায় দিয়ে ম্যাচটা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টাও করে ইংল্যান্ড। কিন্তু খাজা প্রান্ত আগলে ৬৫ রান করার পর আউট হলে ইংল্যান্ড জয়ের প্রহরও গুণছিল। কিন্তু তাদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে লেজের দিকে ব্যাটিং বীরত্ব দেখান পেসার প্যাট কামিন্স। দৃঢ়চেতা ব্যাটিংয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন অজি অধিনায়ক। অপরাজিত ছিলেন ৪৪ রানে। তাকে সঙ্গ দিয়েছেন নাথান লায়নও (১৬*)। তাদের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ৫৫ রান।